UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

usharalodesk
অক্টোবর ১০, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ ১০ অক্টোবর  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতিবছরের এদিনে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয়।

এবারের প্রতিপাদ্য হচ্ছে,  ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস পালিত হচ্ছে । এই দিবস উপলক্ষে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পলিত হচ্ছে। এ বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হচ্ছে পৃথিবীর সবার মানসিক স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতার দিন। এটি ১৯৯২ সালে ১ম পালন করা হয়। কয়েকটি দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে পালিত হয়।

(ঊষার আলো-আরএম)