UsharAlo logo
শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব রেকর্ড গড়ে ইশানের ডাবল সেঞ্চুরি!

pial
ডিসেম্বর ১০, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইশান কিশান। মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ভারতের এ ব‌্যাটসম‌্যান। এর আগে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিজ গেইল।

বিশ্ব রেকর্ড গড়তে ২৩ চার ও ৯ ছক্কা হাঁকান ইশান। আর ৪৯ বলে ফিফটি ছুঁয়েছিলেন রোহিতের ইনজুরিতে সুযোগ পাওয়া ইশান। ফিফটি হতে সেঞ্চুরিতে পৌঁছতে খেলেছিলেন ৩৬ বল। ৮৫ বলে ১৪ চার এবং ২ ছক্কায় ক‌্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যান মুম্বাইয়ের ক্রিকেটার।

তখনই মনে হচ্ছিল যে ব‌্যাট হাতে ঝড় তুলবেন। সেঞ্চুরির পর আক্রমণের ধার বাড়িয়ে দেন ইশান, আর তাতে মিলে যায় ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে মাত্র ৪১ বল খেলেছেন তিনি, এ সময়ে ৯ চার ও ৭ ছক্কা হাঁকিয়েছেন।

বাংলাদেশের প্রত্যেক বোলারকে পাড়ার বোলার বানিয়ে ২২ গজে কড়া শাসন করেছেন ইশান। তিনি কাউকেই কোনো সুযোগ দেননি। আর শেষমেশ ২১০ রানে তাকে থামান তাসকিন আহমেদ।

(ঊষার আলো-এফএসপি)