UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আরও প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি

usharalodesk
নভেম্বর ১৮, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা হয়েছে ৫ লাখ ৮২ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৩৮ হাজার ৩৮৫ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৯৫৬ জন। আর সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১১ লাখ ৭ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৩৬৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। তারপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

(ঊষার আলো-এফএসপি)