UsharAlo logo
বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আরও মৃত্যু ১০৫৬, শনাক্ত সোয়া ৪ লাখ

pial
সেপ্টেম্বর ২১, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৬ জন ও নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৯৫৩ জন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার করোনায় মারা গেছেন ৯৪৩ জন এবং সংক্রমিত হন ৩ লাখ ১৮ হাজার ৩২৮ জন।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৮০ লাখ ২ হাজার ৩০ জনে। এবং বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জনে। এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন মোট ৫৯ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৩৭৪ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭১৫ জন ও মারা গেছেন ৯০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ১৬৯ জন।

(ঊষার আলো-এফএসপি)