UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আরও ৬ হাজার ৯৫৮ জনের প্রাণহানি

usharalodesk
অক্টোবর ১৬, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় বিশ্বে আরও ৬ হাজার ৯৫৮ জনের প্রাণহানি হয়েছে। এটি নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৯ লাখ ছাড়িয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট ৪৯ লাখ ৪ হাজার ৬৫০ জন মারা গেছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮ লাখ ২৩ হাজার ৫৭৭ জনের দেহে এবং সুস্থ হয়েছে ২১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৮২৬ জন মানুষ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৯৫৮ জন এবং শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৫৪৪ জনের দেহে।
করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ৪ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন করোনায় আক্রান্ত ও ৭ লাখ ৪৩ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত ২৭ হাজার ৭৪৬ জন মানুষ মারা গেছে । এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের দেহে ও সুস্থ হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

(ঊষার আলো-আরএম)