UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৬৩ লাখ ৭ হাজার

pial
মে ২৭, ২০২২ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ কোটি ১ লাখ।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ মে) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ কোটি ১ লাখ ৪৩ হাজার ৮৯৫ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৬৩ লাখ ৭ হাজার ৫৮২ জন এবং সুস্থ হয়েছেন ৫০ কোটি ৫ লাখ ৮৫ হাজার ৩৬৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯২০ জন ও মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৭১০ জন।

(ঊষার আলো-এসএইস)