UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৬ লক্ষাধিক

usharalodesk
মার্চ ১৩, ২০২১ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার একশ ৭০ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৫০ হাজার আটশ ৯৯ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বারি ফিরেছেন ৯ কোটি ৬২ লাখ ৪৫ হাজার আটশ ২৪ জন এবং বর্তমানে আক্রান্ত রয়েছে দুই কোটি সাত লাখ চারশ ৪৭ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার তিনশ ৯৮ জন এবং বাকি ২ কোটি ৬ লাখ ১১ হাজার ৮৯ জনের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার তিনশ ৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার পাঁচশ ৪৪ জন ।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

 

(ঊষার আলো-এম.এইচ)