UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ৩৩ টি দেশে অজানা হেপাটাইটিস

pial
মে ২৯, ২০২২ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : অজানা হেপাটাইটিস হানা দিয়েছে বিশ্বে। ইতিমধ্যে বিশ্বের ৩৩ টি দেশে ৬৫০ জন শিশুর মধ্যে এই রোগের সংক্রমণ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, রোগটি হেপাটাইটিস কি না তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। গুরুতর ও তীব্র এ রোগটিকে ‘অ্যাকিউট হেপাটাইটিস’ বা ‘অজানা হেপাটাইটিস’বলা হচ্ছে। এটি মূলত লিভারের প্রদাহ, যেটা ধীরে ধীরে লিভারকে অচল করে দিতে পারে। প্রাণঘাতী এ রোগটি শিশুদের মধ্যে শনাক্ত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, ৫ এপ্রিল থেকে ২৬ মের মধ্যে ৩৩ টি দেশে ৬৫০ টি সম্ভাব্য কেস শনাক্ত হয়েছে। এই তালিকায় ইউরোপের ২২টি দেশের পাশাপাশি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও রয়েছে। সম্প্রতি রহস্যজনকভাবে অজানা হেপাইটাইটিস সংক্রমণ বেড়ে যাওয়ায় তদন্ত শুরু করে দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত আক্রান্ত হয়ে ৯ জনের (১ শতাংশ) মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৩৮ জনের (৬ শতাংশ) যকৃত প্রতিস্থাপন করা হয়েছে।

সূত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রয়টার্স

(ঊষার আলো-এসএইস)