UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিকে ৪৬ পদে চাকরির সুযোগ

usharalodesk
আগস্ট ৭, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ৪৬ শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

পদসংখ্যা: ১টি
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: শিল্পনগরী কর্মকর্তা
পদসংখ্যা: ২২টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১৪টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: ঊর্ধ্বতন সমন্বয় কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০  টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: প্রকাশনা কর্মকর্তা
পদসংখ্যা: ২টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সাব-কন্ট্রাকটিং কর্মকর্তা
পদসংখ্যা: ২টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: ঊর্ধ্বতন ফটোগ্রাফার
পদসংখ্যা: ১টি
বেতন:  ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
যোগ্যতা: ফটোগ্রাফি অডিও ভিজুয়েল যন্ত্রপাতি পরিচালনায় প্রশিক্ষণসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ১টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: ফটোগ্রাফি অডিও ভিজুয়েল যন্ত্রপাতি পরিচালনায় প্রশিক্ষণসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: কেয়ারটেকার
পদসংখ্যা: ২টি
বেতন: ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

ঊষার আলো-এসএ