UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুর্জ খলিফায় রানি এলিজাবেথকে শ্রদ্ধা নিবেদন

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফা। আর এই বুর্জ খলিফায় বিশেষ লাইট শোর মাধ্যমে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটিতে রানির ছবি বিশেষভাবে প্রদর্শন করা হয়।

গত রোববার বুর্জ খলিফায় একটি বিশেষ লাইট শোর মাধ্যমে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানো হয়।টুইটারে বুর্জ খলিফা পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখানো হয়েছে- বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি ইউকে পতাকা অনুসরণ করে রানির ছবি প্রদর্শন করেছে।৭০ বছর ধরে ব্রিটেনের রানি হিসেবে দায়িত্ব পালন করা রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

ঊষার আলো-এসএ