UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতির চাঁদ ‘ইউরোপায়’ রকেট পাঠাবে নাসা ও স্পেস অ্যাক্স

usharalodesk
জুলাই ২৪, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার বৃহস্পতি গ্রহের চাঁদ খ্যাত উপগ্রহ ‘ইউরোপায়’ অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অভিযান সফল করতে বিশ্বের অন্যতম সেরা ধনী ইলন মাস্কের সংস্থা স্পেস অ্যাক্সের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠনটি।

এক খবরে জানানো হয়, ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ইউরোপার দিকে যাত্রা শুরু করবে ফ্যালকন হেভি। রকেটটি ব্যবহার করতে ইলন মাস্কের সাথে ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে নাসা। বৃহস্পতির উপগ্রহটি আদতেই জীবনধারণের জন্য উপযুক্ত কি না মূলত তা জানতেই চালানো হবে এ অভিযান।

চুক্তি অনুযায়ী ইউরোপাযাত্রায় ব্যবহার হবে স্পেস অ্যাক্সের তৈরি করা ফ্যালকন হেভি রকেট।

মহাকাশযাত্রার জন্য স্পেস অ্যাক্সের ফ্যালকন হেভি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১৮ সালে এটি প্রথমবার মহাকাশে যাত্রা করে। সেবার সফলতার সাথে টেসলা রোডস্টার মডেলের একটি গাড়ি শূন্যে বহন করে নিয়ে যায় ফ্যালকন হেভি।

(ঊষার আলো-এফএসপি)