UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে মাদকদ্রব্য সহ অবৈধ পণ্য উদ্ধার

pial
জুন ১৬, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ আতশবাজি ও নানা ধরনের ঔষধ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি এখনো।

ভারতীয় পন্যবাহী ট্রাকটি বন্দরের ওজন স্কেলের কাছে রাস্তার পাশে দাঁড়নো ছিল। বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার সময় বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এ সকল অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও কাস্টমসের নিবারক দল।

নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাকটিকে আটক করা হয়। এরপর ওই ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ বাজিসহ ঔষধ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ট্রাকের চালক বা সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। তবে এই ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এসএইস)