UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হানিফের দাফন

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যশোরের বেনাপোল থানার দিঘীরপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা হানিফ কাজী (৯০) বার্ধ্যক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (২৪ জুন) তিনি নিজ বাসভবনে মৃত্যুবরন করেন। মুক্তিযোদ্ধা হানিফ কাজী ৮নং সেক্টরের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন।
স্বাস্থ্য বিধি মেনে দুপুরে দিঘীরপাড় ঈদগাও মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফার হোসেন ও বেনাপোল পোর্ট থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহআলম, মুক্তিযোদ্ধা এস,কে শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান, বেনাপোল পৌর ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার রাশেদ আলী প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)