UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

usharalodesk
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে ৮ বছরের প্রথম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষণকারী ইরাদ আলীকে (৫২) আটক করেছে পুলিশ। আটক ধর্ষক ইরাদ বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ধর্ষিতার মা ধর্ষণের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

ধর্ষিতার মা বলেন, ইরাদ আলী একজন চরিত্রহীন মানুষ। এর আগে আমার বড় মেয়েকেও সে উত্যক্ত করত। সে আমার ছোট মেয়েকে ১০ টাকা দিয়ে পাশের আমবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আমার মেয়ের চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে, ধর্ষক ইরাদ আলী পালিয়ে যায়। পরে আমি নিজে বাদী হয়ে বেনাপোল থানায় মামলা দায়ের করেছি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলার পরে অভিযান চালিয়ে ধর্ষককে আটক পূর্বক যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।