UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে ২ বছরের সন্তানকে চায়ের দোকানে ফেলে গেলেন মা

usharalodesk
এপ্রিল ৩, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেনাপোল বাজারে বাথরুমে যাওয়ার কথা বলে এক চায়ের দোকানে ২ বছরের সন্তানকে রেখে আর ফিরে আসেননি মা। পরে সেই শিশুটিকে হেফাজতে নেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টায় বেনাপোল বাজারের তোফাজ্জেল হোসেনের চায়ের দোকানে ওই শিশুটিকে রেখে উধাও হয়ে যান শিশুটির মা।

চা দোকানি তোফাজ্জেল হোসেন বলেন, রাত ৯টায় ছেলে শিশুটিকে নিয়ে তার চায়ের দোকানে আসেন এক নারী। কিছু সময় পরে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি শিশুটিকে দোকানের বেঞ্চে বসিয়ে রেখে যান। চায়ের দোকানির কাছে ওই নারী নিজেকে শিশুটির মা বলে পরিচয় দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে না আসায় চায়ের দোকানদার তোফাজ্জেল বিষয়টি পুলিশকে জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেইসাথে শিশুটির পরিবারকেও খোঁজা হচ্ছে।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির পরিবারের খোঁজ চাওয়া হয়েছে। কেউ যদি শিশুটিকে চিনেন তাহলে ০১৩২০-১৪৩৩৯৩/০১৬৩৭-৭৮২৫৮০ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানান ওসি মামুন।

(ঊষার আলো-এফএসপি)