UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ২শ মেট্রিক টন অক্সিজেন খালাস

ঊষার আলো
অক্টোবর ১২, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার বেনাপোল বন্দরে খালাস হলো ২শ মেট্রিক টন অক্সিজেন। সোমবার(১১ অক্টোবর) রাতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ আনা এই অক্সিজেন খালাস করা হয়।

রপ্তানিকারক প্রতিষ্ঠান লিন্ডে ইন্ডিয়া ও অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। এ অক্সিজেনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

জানা গেছে, রেলে করে আসা অক্সিজেন আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হতো। ওখান থেকে বিভিন্ন স্থানে পাঠানো হতো। এতে খরচ অনেক বেশি হতো। তবে এখন থেকে ভারত থেকে আসা ‘অক্সিজেন এক্সপ্রেস’ বেনাপোল বন্দর থেকে খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতে অনেক খরচ কমে যাবে। সোমবার রাতে ২শ মেট্রিক টন অক্সিজেন ভারতীয় রেল থেকে খালাস করে ঢাকায় পাঠানো হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)