UsharAlo logo
সোমবার, ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্য করা হয়েছে,বোর্ড ঘেরাও করলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগ তুলে রোববার (২০ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন অকৃতকার্য শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে তারা বোর্ডের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের এইচএসসি ফলাফল নির্ধারণ করা হোক।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, তারা ফলাফলের বিষয়ে সন্তুষ্ট নন এবং তাদের দাবি একটাই—বৈষম্যমূলকভাবে ফলাফল ঘোষণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আন্দোলনের সময় তারা বোর্ড চেয়ারম্যান ও সচিবের কক্ষের সামনে বিক্ষোভ করেন এবং সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এক শিক্ষার্থী বলেন, “গত বৃহস্পতিবার আমরা আমাদের এক দফা দাবি জানিয়ে চেয়ারম্যান স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। তিনি আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও আমাদের দাবি অগ্রাহ্য করা হচ্ছে।”

আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, “আমাদের ইচ্ছে করেই ফেল করানো হয়েছে। আমাদের সাবজেক্ট ম্যাপিং কিভাবে হয়েছে, সে সম্পর্কে জানার অধিকার আমাদের রয়েছে। পরীক্ষার পর অনুপস্থিতি কীভাবে আসে, সেটাও আমাদের বুঝতে হবে।”

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম চৌধুরী বলেন, “শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছে। নিয়ম অনুযায়ী যা করা প্রয়োজন, আমরা তাই করব।”

শিক্ষার্থীদের এই আন্দোলন ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির দিকে অগ্রসর হতে পারে, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং হতাশা স্পষ্ট, যা বোর্ডের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গণ্য হচ্ছে।