UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রহ্মপুত্রে ডুবে বাবা ও ছেলের মৃত্যু

ঊষার আলো
মার্চ ১৯, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নরসিংদীর মনোহরদীর ব্রহ্মপুত্র নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মনোহরদীর শকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো জাকারিয়া ফরাজী (৫০) এবং তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)। তারা শকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাকারিয়া ফরাজী পেশায় একজন কৃষক। নদীর পাড়েই তার কৃষিজমি। সকালে মাঠে যাওয়ার সময় তার ছেলেও সাথে ছিল। মাঠে যাওয়ার জন্য কলাগাছের ভেলা দিয়ে ব্রহ্মপুত্র নদী পার হওয়ার সময় ছেলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য জাকারিয়া নদীতে ঝাঁপ দেয়। এ সময় বাবা-ছেলে দু’জনই নদীতে তলিয়ে যান। আশপাশের লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নদীর মাঝখানে যাওয়ার পর ভেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। তাকে বাঁচাতে গেলে দু’জনেরই মৃত্যু হয়। লাশ হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(ঊষার আলো-এমএনএস)