UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঊষার আলো
জুলাই ৭, ২০২২ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।রাজু ইসলামের পূর্ব নাম ছিল রাজু চন্দ্র বনিক। তিনি জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান নিহতের স্ত্রী সোহাগী আক্তারের বরাত দিয়ে জানান, বুধবার রাতে রাজু বাড়ি থেকে বাইরে যান। সকালে তার মোবাইল নম্বরে কল দেওয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে রাজু নিহত হয়েছেন। লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে।

ঊষার আলো-এসএ