UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

ঊষার আলো
নভেম্বর ২৩, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায সড়ক দুর্ঘটনায় পায়েল সর্দার (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পায়েল কসবা উপজেলার খাড়েরা গ্রামের কাইয়ূম সর্দারের ছেলে। তিনি একজন সৌদি প্রবাসী।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে পায়েলসহ দুজন কসবার খাড়েরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সুলতানপুর এলাকায় আসলে একটি কাভার্ডভ্যানের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা পায়েল সরদার ঘটনাস্থলে মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।

এটিএসআই রফিকুল ইসলাম জানান, মোটর সাইকেলটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুজন আরোহীর মধ্যে পিছনে বসা আরোহী ঘটনাস্থলে মারা গেছে। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

ঊষার আলো-এসএ