রাজশাহীর বাঘায় ভটভটির ধাক্কায় সেলিম সাঈদ রেজা (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আড়ানী ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের পাঁচপাড়া রাজার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের নাজিম উদ্দীন সরকারের ছেলে। তিনি উপজেলার মনিগ্রাম দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলে করে কর্মস্থল মনিগ্রাম আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন সেলিম। তিনি পাঁচপাড়া রাজার মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে গরুবোঝাই ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সেলিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ভটভটি চালক পাবনার আতাইকুলা থানার শিমুলচারা গ্রামের হাবিবুল্লার ছেলে শামিম হোসেনকে (১৯) আটক করে। খবর পেয়ে তাকে আটক করা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঊষার আলো-এসএ