UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত চালালো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভারত একটি দূর-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রোববার (১৭ নভেম্বর) দেশটির ওড়িশা রাজ্যের পূর্ব উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দেশীর প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

এর ফলে বিশ্বের যে কয়টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি ও সফলভাবে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করেছে, তাদের সেই তালিকায় যুক্ত হলো ভারতের নাম।

বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে, ভারত সফলভাবে অভ্যন্তরীণভাবে তৈরি দীর্ঘ-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। একে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্বব্যাপী হাইপারসনিক অস্ত্র তৈরির জন্য যেসব দেশে প্রচেষ্টা চলছে, তার মধ্যে রয়েছে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। দেশগুলো দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে।

এদিকে এই বিষয় নিয়ে এক বিবৃতিতে ভারত সরকার বলেছে, এই মিসাইলের পরীক্ষা পরিচালনা করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র বাহিনীর জন্য দেড় হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর সেনা, বায়ুসেনা বা নৌবাহিনীর যে কেউ ব্যবহার করতে পারবে।

এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষাকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে তিনি লিখেছেন, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের মাধ্যমেই ভারত নতুন মাইলফলক স্পর্শ করেছে। এসময় তিনি আরও লেখেন, যেসব দেশ উন্নত প্রযুক্তি সমৃদ্ধ তাদের কাতারে এখন স্থান পেয়েছে ভারত।