ক্রীড়া ডেস্ক :টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ মিস করেছেন ইমাদ ওয়াসিম। চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামা হয়নি তার। তবে চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও ভারতের বিপক্ষে তাকে খেলাতে চায় পাকিস্তান। ম্যাচের পর এই অলরাউন্ডারকে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
দলের ভেতরকার সূত্রের বরাত দিয়ে সামা টিভি আরও জানায়, যেকোনো সময় জাতীয় দলে ডাক পড়তে পারে, এই কথা জানিয়ে অধিনায়ক বাবর আজম এবং টিম ম্যানেজমেন্ট মেহরানকে প্রস্তুত থাকতে বলেছে। গত দুদিন ধরে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন মেহরান।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা মোটেও সুখকর হয়নি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে তাদের। আজ ভারতের বিপক্ষে যেকোনো মূল্যে জয় চাই তাদের। নয়ত গ্রুপ পর্ব থেকেই বিদায়ের সম্ভাবনার আরও ডালপালা গজাবে।
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে ভারত-পাকিস্তান মহারণ।
ঊষার আলো-এসএ