UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে কোনো অনুরোধ করিনি: পররাষ্ট্রমন্ত্রী

pial
আগস্ট ২২, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে’—ভারতে গিয়ে গিয়ে এমন কথা বলা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, আমি তার ধারে কাছেও নেই।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কথা আমি বলিনি। এটা একটা ডাহা মিথ্যা কথা আর নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি।

তিনি আরও বলেন, গ্লোবাল কনটেক্সটে যে অস্থিতিশীলতা হচ্ছে, সেটা নিয়ে কথা বলেছি।

গত ১৮ আগস্ট রাতে চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সাথে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছিলাম, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে, শেখ হাসিনা আমাদের আদর্শ। কাজে তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।,

(ঊষার আলো-এফএসপি)