UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে অতিরিক্ত ৪০ লাখ মানুষের মৃত্যু

ঊষার আলো
জুলাই ২০, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা মহামারিতে ভারতে অতিরিক্ত অন্তত ৪০ লাখ মানুষের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের একটি গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষক দলের মধ্যে আছেন, দেশটির সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরভিন্দ সুব্রানিয়াম। আগের কয়েকবছরের সাথে এবছর একই সময়ে মৃত্যুর সংখ্যা তুলনা করে এ সংখ্যা বের করা হয়েছে। এর মধ্যে করোনার জন্য কতজনের মৃত্যু হয়েছে তা বের করা সম্ভব হয় নি।
পরিসংখ্যানে দেশটিতে করোনায় চার লাখের বেশি মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। এর আগে, বিশেষজ্ঞরা অভিযোগ করছিলেন, দেশটিতে সরকারি তথ্যের চেয়ে অন্তত পাঁচ থেকে ৭ গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে ১ম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেন।

(ঊষার আলো-আরএম)