UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ

usharalodesk
জুন ৩, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে করোনাভাইরাসে সংক্রমণ ১ লাখ ২৭ হাজারে নেমে যাওয়ার পর আজ ৩ জুন বৃহস্পতিবার আবারও বেড়েছে দেশটির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২ জুন বুধবার ভারতের দৈনিক মৃত্যু ৩ হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা আবার ৩ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। যা গতকাল বুধবার ছিল ৩ হাজার ২০৭ জন। এখন পর্যন্ত ভারতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।
এদিকে, ভারতে প্রতিদিন যত লোক আক্রান্ত হচ্ছে, তার থেকে অনেক বেশি সুস্থ হয়ে উঠছে। যার ফলে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। গত ২’সপ্তাহের বেশি সময় ধরে কমতে কমতে ১৭ লাখ ১৩ হাজার ৪১৩ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ২১ শতাংশ। যা গত ২’দিনের থেকে কম।
মে মাসের প্রথমদিকে ১ দিনে ৪ লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের মধ্য দিয়ে দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড করেছিল ভারত। অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে আর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)