UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ৩ হাজার

pial
অক্টোবর ৮, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ অনেকটা বেড়ে গেছে। আগের দিন যেখানে দৈনিক আক্রান্ত দুই হাজারের নিচে ছিল, সেখানে শনিবার আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছাল।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৯৭ জন। কিন্তু সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। ভারতে সক্রিয় করোনা রোগী বর্তমানে এখন ২৯ হাজার ২৫১ জন। আগের দিনের চেয়ে প্রায় হাজার খানেক কম অ্যাকটিভ কেস।

এছাড়াও ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। এ সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। ভারতে এ পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৭৭৮ জন। এই মুহূর্তে দেশে পজিটিভিটি রেট ১.০৫ শতাংশ, এ সংখ্যাটাও বেশ চিন্তার।
কিন্তু মারণ ভাইরাসের সাথে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ভারতে ৪ কোটি ৪০ লাখ ৫১ হাজার ২২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার মোট ৯৮.৭৫ শতাংশ।

(ঊষার আলো-এফএসপি)