UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে তিন মাথাবিশিষ্ট শিশুর জন্ম

usharalodesk
জুলাই ১৫, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের এক নারী সম্প্রতি তিন মাথাওয়ালা শিশুর জন্ম দিয়েছেন।ভারতের উত্তর প্রদেশে বসবাসরত রাগিনী নামে এক মহিলা ১২ জুলাই ১ সন্তানের জন্ম দিয়েছেন। এই বাচ্চাটির জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। কিন্তু তার মাথার পিছনের দিকে মাথার মতো দেখতে দুটি অতিরিক্ত অংশ রয়েছে। বাচ্চাটির এক আত্বীয় জানান, শিশুটির মাথার পিছনের অংশ ওজনে বেশ ভারী। তাই আমি তা তোয়ালে দিয়ে জড়িয়ে দিয়েছি। কিন্তৃু বাচ্চাটি কোন ব্যাথা অনুভব করছে না। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূরদুরান্ত থেকে মানুষ এসে শিশুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন। সদ্য জন্ম নেওয়া শিশু ও মা উভয়েই সুস্থ আছেন আর বাড়িও ফিরেছেন।

(ঊষার আলো-আরএম)