UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে ৮৩ হাজার কয়েনসহ গ্রেফতার ১

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে পাচারকালে ৮৩ হাজার বাংলাদেশি কয়েনসহ এক মুদ্রা পাচারকারী আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা শার্শা সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্টে পাচারকারী ধরা পড়ে। সে যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলো। আটককৃত হচ্ছে, বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহমান (৩০)

সূত্র জানায়, শার্শা সীমান্তের আমড়াখালী চেকপোস্টে সন্দেহভাজন ইজিবাইকটি থামিয়ে তল্লাশি করে ৭টি বস্তায় রক্ষিত ৮৩ হাজার ১ ও ২ টাকার কয়েন জব্দ করে বিজিবি। এসময় পাচাকারী আব্দুর রহমানকে গ্রেফতার করে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)