UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

usharalodesk
নভেম্বর ২০, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে প্রবল বর্ষণ হতে সৃষ্ট বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বন্যা কবলিত মানুষ। এছাড়া তিরুপতি মন্দিরের এই শহরে বন্যায় আটকে পড়েছেন শত শত তীর্থযাত্রী।

অন্ধ্র প্রদেশ সরকার জানায়, শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের ও নিখোঁজ ১২ জন। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা ও একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।

ভারতের গণমাধ্যম জনিয়েছে, মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। আর তিরুমালা পাহাড়ে মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, স্বর্ণমুখী নদীর পানি বেড়ে গেছে।
জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য। বন্যার কারণে সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এর মধ্যে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল ও অনন্তপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)