ঊষার আলো রিপোর্ট : ভারত থেকে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তারা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া ও মাইনুদ্দিন। সোমবার তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
২৮ বিজির অধিনায়নক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ভিডিও ধারণ করতে দুই বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে ভারতের মেঘালয় রাজ্যের কোনো এক পাহাড়ি এলাকায় যান। এরপর ওইদিন বিকালে ভারত থেকে ফেরার পথে চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল রাজাপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।
এসময় তাদের নিকট থেকে ক্যামেরাযুক্ত দুটি এন্ড্রয়েট ও একটি বাটন (সিমসহ) তিনটি মোবাইল ফোন সেট, একটি মোটর সাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটকদের রোববার রাতে থানায় সোপর্দ করে বিজিবি।
ঊষার আলো-এসএ