UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

koushikkln
জুলাই ১৫, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অংশে ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে লাইটারেজ জাহাজের ধাক্কায় মাছধরা ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের জেলেরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে সাগরে ভাসছিল।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম শাফরউদ্দিন বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
বিএনএস সৈকতের অধিনায়ক কমান্ডার আবদুল্লাহ মামুন জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) মধ্যরাতে বঙ্গোপসাগরে অজ্ঞাতনামা একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় সেখানে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার মাঝ বরাবর ফেটে কয়েক টুকরো হয়ে ডুবে যায়। এ সময় ওই ট্রলারের ৫ জেলে সাগরে ভাসতে ভাসতে কুতুবদিয়ার দিকে চলে আসে।
পরে ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নৌবাহিনীর টহল জাহাজ সৈকত। নিজেদের কাছে থাকা টর্চ লাইট জ্বালিয়ে তারা নৌবাহিনীর জাহাজের দৃষ্টি আকর্ষণ করে। নৌবাহিনীর সদস্যরা ৫ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে।