UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাসানচর পরিদর্শনে ১০ রাষ্ট্রদূত

usharalodesk
এপ্রিল ৩, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের রাষ্ট্রদূত নোয়াখালীর হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেছেন। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা ভাসানচর পরিদর্শনে আসেন।
পরিদর্শনকৃত দলে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার রাষ্ট্রদূত। একই সময়ে বিদেশী কূটনীতিকদের স্বাগত জানাতে ও ভাসানচর সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত রাষ্ট্রদূতরা ভাসানচরে অবস্থার করেন। এ সময় তারা ভাসানচরের ১ নম্বর ওয়্যারহাউজে বিভিন্ন বয়সের রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তাদের সুযোগ-সুবিধা ও জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা ভাসানচরের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহে আলম বলেন, বিকেল ৩টার দিকে ভাসানচর পরিদর্শন শেষে ১০ দেশের রাষ্ট্রদূত ঢাকার উদ্দেশ্যে ভাসানচর ত্যাগ করেন।
এর আগে গত ১৭ মার্চ জাতিসংঘের একটি প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শন করে। ১৮ সদস্যের ওই প্রতিনিধি দলে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে যুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্যরা ছিলেন। ওই প্রতিনিধি দলটি তিন দিন ভাসানচরে অবস্থান করে। দলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাপনের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এ ছাড়া চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব ইউসেফ আল ডোবেয়ার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বিদেশী পর্যবেক্ষক হিসেবে প্রথম ভাসানচর পরিদর্শন করে।

(ঊষার আলো-এমএনএস)