UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মণিরামপুরে হাসপাতালের তিন চিকিৎসক করোনা আক্রান্ত

usharalodesk
এপ্রিল ৯, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : দ্বিতীয় ধাপে করোনার বিস্তারে যশোরের মণিরামপুরেও সংক্রমণ বেড়েছে। নিত্য উপসর্গ নিয়ে হাসপাতালে নমুনা জমা দিচ্ছেন অনেকে। যশোর মেডিকেল কলেজের জিনোম সেন্টারে নমুনা পরীক্ষা নিরীক্ষার পর তাদের মধ্যে কারো না কারো কারোনা আক্রান্তের খবর আসছে। গত দুই সপ্তাহে মণিরামপুর হাসপাতাল থেকে পাঠানো ৫২ টি নমুনা পরীক্ষা শেষে ১৩ জনের আক্রান্তের খবর এসেছে। তাদের মধ্যে মণিরামপুর হাসপাতালের তিনজন চিকিৎসক, একজন নার্স ও একজন হারবাল সহকারী রয়েছেন। আক্রান্ত ১৩ জন হলেন, ডা. নাজনীন নাহার, ডা. জিসান আহম্মেদ, ডা. আমিনুল বারী, নার্স আসমা বিশ্বাস, হারবাল সহকারী তোজাম্মেল হক, শিক্ষক শাহিনা পারভিন, নাজিম উদ্দিন, কলেজ ছাত্র মুসফিকুর রহিম, জামিরুল ইসলাম, সোনালী ব্যাংকের স্টাফ বিল্লাল হোসেন, শিক্ষক সাজ্জাদ হোসেন, কলেজ শিক্ষার্থী ইভানা আজিজ ও ব্যবসায়ী তারেক হোসেন। এদের মধ্যে আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ডা. জিসান আহম্মেদ ও হারবাল সহকারী তোজাম্মেল হকের পজেটিভ রিপোর্ট এসেছে। গত বুধবার (৭ এপ্রিল) এই দুইজনসহ ১০ জন মণিরামপুর হাসপাতালে নমুনা দেন।
মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে করোনা উপসর্গ নিয়ে মণিরামপুর হাসপাতালে মোট ৫২জন নমুনা দিয়েছেন। আমরা সেগুলো সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর মেডিকেল কলেজের জিনোম সেন্টারে পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষা শেষে ১৩ জনের পজেটিভ ফলাফল এসেছে। তারমধ্যে মণিরামপুর হাসপাতালের তিনজন ডাক্তার রয়েছেন। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তারা ভাল আছেন।

(ঊষার আলো-এমএনএস)