মধ্যপ্রাচ্যে হামলার বিষয় সাবধান হতে বলেছেন ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বরেল।তিনি বলেন ‘ মধ্যপ্রাচ্য একটি বয়লার, যা যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে ‘।তুর্কি ভিত্তিক একটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ব্রাসেলসের শনিবার পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ বিষয়ে কথা বলেন তিনি।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির নীতি নির্ধারকদের এই প্রধান ইরাক-ইরান ও সিরিয়ায় সংশ্লিষ্ট স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার পর আর সহিংসতা না বাড়াতে সবাইকে আহ্বান জানান।
এ সময় তিনি লোহিত সাগরে জাহাজের উপর হামলা,ইরাক ও সিরিয়ায় বোমা হামলা, লেবানন সীমান্তে সহিংসতা এবং গাঁজা যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেন।তবে তিনি যুক্তরাষ্ট্রের হামলার কথা সরাসরি বলেননি।