UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে আগুনে পুড়ে ১০ দোকান ছাই

usharalodesk
ডিসেম্বর ৩০, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারি কলোনিতে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত ২ টায় নাসিক ৬ নং ওয়ার্ডের বিহারি কলোনি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরন মিয়া।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে প্রায় ২টার দিকে বিহারি কলোনির পকেট গেট এলাকায় হঠাৎ ফল ও মাংসের দোকানসহ মোট ১০ দোকানে আগুন লোগে। পরবর্তীতে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুনের খবরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ