UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মনিরামপুরে বৃষ্টিতে রাস্তায় কাঁদা, চলাচলে দুর্ভোগ

usharalodesk
আগস্ট ৯, ২০২১ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরের জলকর রোহিতা পূর্বপাড়ায় পাকা সড়ক থেকে দাসপাড়ায় ঢুকতে রয়েছে ৫০০ ফুট কাচা রাস্তা। বৃষ্টির ছিটাফোটা পড়তেই মাটি ফুলে উঠে কাদার সৃষ্টি হয়।

বর্ষার মৌসুমে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। রাস্তাটির দুইধার বসবাস ১৫-২০ পরিবারের। যাদেরমধ্যে রিকসা চালান ৫-৭ জন। সকালে হাঁটু কাদা মাড়িয়ে তাদের পাকা রাস্তায় উঠতে হয়। সন্ধ্যায় ফিরতে হয় একইভাবে। দুইবারই ধুতে হয় রিকসা।

এভাবে পার হয় বর্ষার মৌসুম। দীর্ঘদিন জনপ্রতিনিধিদের পিছু হেঁটে রাস্তাটি সলিং করাতে পারেননি তারা। ভোটের সময় পাওয়া আশ্বাসে তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, হার্টের রোগী। একটু হাঁটলে হাপসে যাই। রিকসা চালিয়ে দিন চলে। সকাল-বিকেল কাদা দিয়ে রিকসা আনা নেয়া করতে দুইজন ঠেলা লাগে।

আমান খা বলেন, রাস্তার পাড়ে কবরস্থান। কাদার জন্যি এখন কবরস্থানের উপর দিয়ে চলাচল করতি হচ্ছে। চেয়ারম্যান মেম্বররে কতবার জানাইছি কাজ হইনি। কয়দিন আগে চেয়ারম্যান আইলো। সবশুইনে কইছে দেখপানে।

রাজকুমার দাস বলেন, ৪০-৫০ বছর ধরে এই কষ্ট। মাঠঘাটে যাওয়া যায় না। ভোটের সময় আসলি কয় দেব। পাশ করলি আর খোঁজ থাকে না। স্থানীয় ইউপি সদস্য মহিতুল হোসেন বলেন, আগে কর্মসূচির লোক দিয়ে ওই রাস্তায় মাটি দিছি। রাস্তাটা সলিং করা দরকার।

মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, গ্রামবাসী একটা আবেদন করুক। আগামীতে এডিপির বরাদ্দ আসলে রাস্তা সলিং করে দেওয়া হবে।

(ঊষার আলো-আরএম)