ঊষার আলো রিপোর্ট : টেকনাফের সীমান্ত এলাকায় রাতে মিয়ানমারের মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে আসে। ফলে কেঁপে উঠেছে পুরো সীমান্ত এলাকা। আতঙ্কিত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বিস্ফোরণের শব্দ শুনে রাতে না ঘুমিয়ে জেগে ছিলেন বলে জানা গেছে।
কিছু দিন বন্ধ থাকার পর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সদর, শাহপরীর দ্বীপ, সাবরাং, সেন্টমার্টিন এবং হ্নীলা এলাকায় ওই বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে বলে জানান স্থানীয়রা।
রোববার দুপুরে শাহপরীর দ্বীপ মৎস্যজীবী জেলে কমিটির সভাপতি আব্দুল গণি মাঝি জানান, রাতে মিয়ানমারের মনখালী, শিলখালী, ফলিয়াপাড়াসহ অনেক স্থানে গোলাগুলি হয়েছে, যার শব্দ আমরা শুনেছি। তবে দিনের বেলায় শান্ত আছে।
পৌরসভার জেলেপাড়ার বাসিন্দা আবদুল রশিদ বলেন, রাতে হঠাৎ একাধিকবার বিস্ফোরণ হয়েছে। আমার বাড়ির সবাই ভয় পেয়ে না ঘুমিয়ে জেগে থাকি। আওয়াজ শুনে এমন মনে হচ্ছিল, যেন বাড়ির কাছে বিস্ফোরণ হচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, রাতে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে, যা ভোর পর্যন্ত শুনেছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঊষার আলো-এসএ