UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদে হারামে নারীদের কোরআন পাঠদানের কার্যক্রম শুরু

usharalodesk
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে মক্কা ও মদিনার পবিত্র ২ মসজিদে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। নিয়মিত কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। দীর্ঘ দেড় বছর পর এবার পবিত্র মসজিদুল হারামের নারী মুসল্লিদের পবিত্র কোরআনের পাঠ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পুনরায় কোরআন হিফজের এ অধিবেশন শুরু হয়।

জানা গেছে, সংশ্লিষ্টি অভিজ্ঞ শিক্ষিকারা পবিত্র কোরআন এবং হাদিসের পাঠদান করবেন। তরা শিক্ষার্থীদের কোরআন হিফজ ও পাঠ বিশুদ্ধ করাবেন। সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত নিয়মিত নিবন্ধিত শিক্ষার্থীদের কোরআন হিফজের কার্যক্রম চলবে। আর ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুসল্লিদের মধ্যে কোরআন পাঠদান চলবে।

মসজিদ কর্তৃপক্ষও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মসজিদে হারামে পবিত্র কোরআনের কপি মুসল্লিদের পাঠের জন্য পূর্বের মতো সরবরাহ করা হয় এবং নামাজ আদায়ে মুসল্লিদের সামাজিক দূরত্ব কমিয়ে আনা হয়। এছাড়াও মসজিদুল হারামের পরিচালনাধীন প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মসজিদের সব কার্যক্রমে স্বাস্থবিধি মেনে কেবল টিকা নেওয়া মুসল্লিরা অংশ নিতে পারবেন।

 

(ঊষার আলো-আরএম)