ঊষার আলো রিপোর্ট : গার্মেন্ট শ্রমিকরা রাজধানীর মহাখালী-মগবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে করে এসব এলাকার প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। ফলে সৃষ্টি হয়েছে প্রচÐ যানজট।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন গার্মেন্টস শ্রমিকরা। দুপুর পর্যন্ত পুলিশ কোনোভাবেই শ্রমিকদের রাস্তা থেকে সরাতে পারেনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল বলেছেন, শ্রমিকদের সরাতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করছে। যত দ্রæত সম্ভব সড়ক থেকে শ্রমিকদের সরানো হবে।
(ঊষার আলো-এম.এইচ)