UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় রাতভর অভিযান: পদ্মা থেকে আটক ৫

usharalodesk
অক্টোবর ১৩, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাত ভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে পদ্মার শিবচর অংশে অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, রাতভর অভিযানে ৫জনকে আটক করা হয়েছে। এছাড়া ৬ কেজি ইলিশ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, ১ম দিনে আমরা রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চাইতে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

ঊষার আলো-এসএ