ঊষার আলো ডেস্ক: পাকিস্তানে পিটিআই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল ইসলামাবাদ। যেখানে পিটিআই কর্মীদের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা গেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীকে। যা চলমান ছিল বেশ কয়েকদিন। আর এ ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।
মাওলানা ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘যদিও সংবিধান এই ধরনের গভর্নর শাসনের জন্য একটি কাঠামো দেয়, তবে বর্তমান পরিস্থিতি এটি করার পক্ষে অনুকূল নয়।’ তার মতে, এটি প্রাদেশিক ও ফেডারেল সরকারের মধ্যে বিভেদ তৈরি করতে পারে। যার সমর্থন করেন না তিনি।
এছাড়া ইসলামাবাদে পিটিআইয়ের সাম্প্রতিক ঘটনারও নিন্দা করেছেন তিনি। তিনি বলেন, ইসলামাবাদে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই। ডি-চকের পরিস্থিতি দেখে সরকারের পদত্যাগ করা উচিত ছিল।’
পিটিআই কর্মীদের ওপর হামলা ও কোনো রাজনৈতিক গোষ্ঠীকে নিষিদ্ধ করার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আদালতই পিটিআইয়ের প্রতিষ্ঠাতার ভাগ্য নির্ধারণ করবে।’
ঊষার আলো-এসএ