UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাকে খুন করে সাধুর বেশে থাকতেন দিপু!

ঊষার আলো
জানুয়ারি ২০, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাধবপুরে নিজের মাকে খুন করে ফকির ও সাধু বেশ ধরে দেশের বিভিন্ন মাজার, আখড়ায় ঘুরে ৩ বছর পার করেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দিপু সরকার। তিনি উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের রাজ মোহনের ছেলে।

গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলার ফতেহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১০টায় তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০০৪ সালে তার মা রওশন বালা সরকারকে হত্যা করে দিপু। এ মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। গ্রেফতার এড়াতে দিপু সরকার ফকিরের ছদ্মবেশ ধারণ করে। পুলিশের চোঁখ ফাকি দিয়ে তিন বছর দেশের বিভিন্ন স্থানে ফকির সাধু বেশে মাজারে-আখড়ায় ঘুরে পলাতক ছিল। অবশেষে শেষ রক্ষা হলো না।

ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (২০ জানুয়ারি) সকালে দিপুকে কারাগারে পাঠানো হয়েছে।