ঊষার আলো রিপোর্ট: একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টা পাল্টি কর্মসূচী ডাকায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফৌজদারি এ আইন জারি থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাটিরাঙ্গা পৌরসভার সামনে মঞ্চ তৈরী করে পৌর আওয়ামী লীগ আজ সোমবার সমাবেশের ডাক দেয়। অন্যদিকে পৌর বিএনপি নবীনগর রোডে মঞ্চ তৈরী করে তাদের কাউন্সিলের দিন ধার্য করে।
মাটিরাঙ্গা প্রশাসন সূত্রে জানা যায়, কোনো দলকেই কর্মসূচী পালন করার অনুমতি দেওয়া হয়নি। পৌর এলাকায় গণজমায়েত, মিটিং, মিছিল, সমাবেশ হলে জনসাধারনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে। আর তাই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৪ ধারা জারি করা হয়েছে।
ঊষার আলো-এসএ