ক্রীড়া ডেস্ক : আফগানিস্তান সিরিজে পাওয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই চোট এখন আর নেই। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে নেমেছেন এই ক্রিকেটার। আর মাঠে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শান্ত।
ব্যাট হাতে এদিন শান্ত খেলেন ৫৪ বলে ৮০ রানের ইনিংস। যেখানে তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ৫টি চারে। রাজশাহীর হয়ে হাবিবুর রহমানের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৭ রান। সাব্বির করেন ১১ বলে ২৩ রান। যার সুবাদে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮৪ রানের শক্ত ভিত পায় রাজশাহী।
যার জবাবে এখন ব্যাট করছে বরিশাল। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৮ ওভার শেষে ৬৮ রান তুলেছে বরিশাল।
ঊষার আলো-এসএ