UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাঠের ক্রিকেটে ফিরছেন মাশরাফি

ঊষার আলো
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বেশ বাজে সময় কাটছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সরকার পতনের পর আগুন দেওয়া হয়েছে সাবেক এই সংসদ সদস্যর বাড়িতে। তিনি নিজেও রয়েছেন আত্মগোপনে। আর এই পরিস্থিতিতে বেশ বড় সুখবরই পেলেন তিনি। রাজনৈতিক পরিচয় পাশ কাটিয়ে এবার মাঠের ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। তাকে দলে টেনেছে যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-১০ লিগের দল ড্রেটয়িট ফ্যালকনস।

বাংলাদেশ জাতীয় দলকে এখনও বিদায় না বললেও ফর্ম ও বয়সের কারণে তিনি এখন বিবেচনার বাইরে। মাঝে রাজনৈতিক ব্যস্ততার কারণে বিপিএল ও ডিপিএলের কিছু ম্যাচে দেখা মিলছে মাশরাফির। তবে এবার ফের ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন সাবেক এই তারকা পেসার।

তবে শুধু মাশরাফিই না, ইউএস মাস্টার্স টি-১০ লিগে দল পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফট থেকে দল পেয়েছেন এমন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, আরিফুল হক, আল-আমিন হোসেনসহ একাধিক তারকারা। ইউএস মাস্টার্স টি-১০ লিগের দ্বিতীয় আসরে খেলবেন তারা।

এর আগে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।

আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-১০ লিগ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এই লিগের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল।

এবারের প্রতিযোগিতায় মাশরাফি তার দল ড্রেটয়িট ফ্যালকনসে সতীর্থ হিসেবে পাচ্ছেন আরিফুল হক, সৈয়দ রাসেল ও বাংলাদেশের নির্বাচক আব্দুর রাজ্জাকও।

অন্যদিকে শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি। এনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে।

ঊষার আলো-এসএ