UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে মিছিল

pial
জুন ১৭, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন মাদারীপুর জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় নেতাকর্মীরা একত্রিত হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে নানা শ্লোগান দেয়। এরপর শহরের প্রাণকেন্দ্র মেলর্বোন প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ করে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তি, সাধারণ সম্পাদক আকমল খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম লিটু, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক আ. রহমান চৌকিদার, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু ও যুবদল নেতা কামাল সরদার প্রমুখ।

(ঊষার আলো-এসএইস)