UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে নছিমন উল্টে চালক নিহত

usharalodesk
মে ১৫, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মাদারীপুরে নছিমন উল্টে গিয়ে শাহীন শেখ (৪৭) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীনের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহীন নামের ওই চালক নছিমন নিয়ে মাদারীপুর শহর থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। পরবর্তীতে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ করে তিনি নছিমনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে নছিমনটি উল্টে গেলে তখন তিনি নছিমনের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

ঊষার আলো-এস