UsharAlo logo
সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানব পাচার করে ২৫ লক্ষ টাকা মুক্তিপন দাবীর ঘটনায় গ্রেফতার ১

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ৭, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী জেলায় মানব পাচার করে ২৫ লক্ষ টাকা মুক্তিপন দাবীর ঘটনায় ০১ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশ। ৬ মার্চ বৃহস্পতিবার দিঘলিয়া থানাধীন ৪নং সেনহাটি ইউনিয়নের পথেরবাজার এলাকা হইতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
দিঘলিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের নাম রুবেল শেখ (৩০) । গ্রেফতারের সময় তার হেফাজত হইতে মুক্তিপন আদায়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল উদ্ধার করা হয়। গত ৫ ফেব্রুয়ারী ফেনী জেলার কাতালিয়া এলাকার জয়নাল আবেদিনের পুত্র ভিকটিম মোঃ আরিফকে (৩৫) অজ্ঞাতনামা একটি চক্র বাংলাদেশ হতে লিবিয়া নিয়ে যায় এবং বিভিন্ন সময় লিবিয়া থেকে বিভিন্ন কৌশলে জোরপূর্বক অপহরণ করে ইউরোপে পাচারের চেষ্টা করে। অতঃপর ২৭ফেব্রুয়ারী অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম আরিফকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর সাথে যোগাযোগ করে ২৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।
প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত রুবেল শেখসহ তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত। তারা বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তিকে টার্গেট করে সুকৌশলে বিভিন্ন ধরেণের লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায় এবং সেখানে অবহরণ করে তার পরিবারের নিকট মোটা অংকের মুক্তিপন দাবী করে থাকে। উক্ত মুক্তিপন না দিলে তারা ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মৃত্যুর ভয় দেখিয় মোবাইলে ভিডিও ধারণ করে এবং তার পরিবারের মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে টাকা পাঠাতে বলে। এই ঘটনায় ফেনী সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা রুজু হয়েছে।

ঊআ-বিএস