UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের কল্যানে দক্ষতার সাথে কাজ করছেন প্রধানমন্ত্রী-বাগেরহাট জেলা প্রশাসক

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেছেন, আমাদের সম্পদ সীমিত, চাহিদা অনেক। এর মধ্য থেকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে জনমানুষের কল্যানে কাজ করে চলেছেন। বিশ্ব মহামারি করোনা মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। সকলকে বাধ্যতামূলক মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান করছেন। করোনার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দফায় লকডাউনের দ্বিতীয় দিনে বাগেরহাটের সংবাদকর্মীদের সাথে বৃহস্পতিবার(২২ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, লকডাউনে সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরুতে আমরা মুচি-ঋষি পল্লী, ডোম পল্লী, হরিজন ও হিজড়া সম্প্রদায়সহ প্রান্তিক জনগোষ্টিকে সহায়তা প্রদান শুরু করেছি। এ সভায় করোনার চলমান পরিস্থিতি ও চিকিৎসা সেবা বিষয়ে সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির বলেন, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের প্রচেষ্টায় সদর হাসপাতালে ১০ টি ভেন্টিলেশন বরাদ্ধ পেয়েছি।
ইতোমধ্যে ৩ টি আইসিইউ বেড চলে আসছে। এখন জনবল পেলেই তা চালু হবে। অতএব হতাশ হওয়ার কিছু নেই। করোনা মোকাবেলা লকডাউনে আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহামুদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খন্দকার রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংবাদ-কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসকাব সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাবুল সরদার প্রমুখ।

(ঊষার আলো-আরএম)